ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই ক্যাটাগরিতে শীর্ষ ৪-এ সিইপিজেড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, অক্টোবর ১, ২০১০
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই ক্যাটাগরিতে শীর্ষ ৪-এ সিইপিজেড

ঢাকা: বিশ্বের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশের একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ‘বেস্ট কস্ট ইফেকটিভনেস’ বিভাগে তৃতীয় এবং ‘বেস্ট ইকোনোমিক পটেনশিয়াল’ বিভাগে ৪র্থ স্থান অধিকার করেছে।

যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ম্যাগাজিন (এফডিআই) সম্প্রতি বিশ্বের ৭০০টি ইপিজেডের উপর সমীক্ষা চালায়।

এতে বাংলাদেশের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) ওই দুই বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে।  

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান এ সফলতার বিষয়ে বলেন, বর্তমান সরকারের দেড় বছরের কাজের উপর ভিত্তি করে এফডিআই আমাদের এ স্বীকৃতি দিয়েছে।

‘বেস্ট কস্ট ইফেকটিভনেস’ বিভাগে ‘টোগো এক্সপোর্ট প্রসেসিং জোন’ এবং ‘বেস্ট ইকোনোমিক পটেনশিয়াল’ বিভাগে ‘ইন্ডাস্ট্রিয়াল এস্টেট অব থাইল্যান্ড’ প্রথম স্থান দখল করেছে।

২০০৯-১০ অর্থবছর পর্যন্ত দেশের আটটি ইপিজেডে বর্তমানে মোট বিনিয়োগের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২২২ মিলিয়ন মার্কিন ডলার। এটি আগের অর্থবছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। ২০০৮-০৯ অর্থবছরে এ বিনিয়োগের পরিমাণ ছিল ১৪৮ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার।

এসব রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ৩৫২টি শিল্পপ্রতিষ্ঠানে সরাসরি আড়াই লাখের বেশি কর্মী যুক্ত। এছাড়া পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল কর্মীর সংখ্যা পাঁচ লাখের বেশি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।