ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনা চেম্বার অব কমার্স নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪ পরিচালক নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪ পরিচালক নির্বাচিত

খুলনা: খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন ২৪ ব্যবসায়ী।  

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এ ২৪ জনকে পরিচালক নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন বোর্ড।

এর আগে বিকেল ৩টায় প্রতিটি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ জানান, নির্বাচিত ২৪ পরিচালক তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি, একজনকে সিনিয়র সহ-সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচিত করবেন। সভাপতিসহ অন্য চারটি পদের ভোট অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায়।

সাধারণ সদস্য শ্রেণিতে নির্বাচিত ১৫ জন পরিচালক হলেন- শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান জবা, মো. মোশাররফ হোসেন, মো. আবুল হাসান, মো. ইসলাম খান, নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী ও সোহাগ দেওয়ান।

সহযোগী সদস্য শ্রেণির ছয়টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন- মোস্তফা জেসান ভুট্টো, শেখ মো. গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মাসুম, মো. মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান সজল।

বাণিজ্যিক দল শ্রেণির তিনটি পরিচালক পদে নির্বাচিতরা হলেন- কাজী আমিনুল হক, গোপী কিষণ মুন্ধড়া ও ঠাকুর মো শাহ আলম তুহিন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।