ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসইর দুই পরিচালকের নিয়োগ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
ডিএসইর দুই পরিচালকের নিয়োগ অনুমোদন

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক পদে দুই জনের নিয়োগ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  

মঙ্গলবার (২৩ মে) ৮৬৯ তম কমিশন সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হলেন, মো. শহীদুল ইসলাম ও কাওসার আহমেদ।

এর আগে ২০ ফেব্রুয়ারি ডিএসইতে চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন করে কমিশন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।