ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতীয় ট্রাক চালককে মারধর, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুন ৪, ২০২৩
ভারতীয় ট্রাক চালককে মারধর, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ  ফাইল ফটো

দিনাজপুর: ভারতীয় ট্রাক চালককে মারধর করার প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ রেখেছে ভারতীয় ট্রাক চালকরা।  

এতে হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৪ জুন) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন রোববার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, শনিবার (৩ জুন) বিকেলে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে ভারতীয় ট্রাকচালক বাইরে যেতে চাইলে তাকে লেবার সর্দার মারধর করেন। এর প্রতিবাদে রোববার সকাল থেকে তারা পণ্য পরিবহন বন্ধ রেখেছেন। ফলে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।  

তিনি আরও জানান, দুই দেশের ব্যবসায়ীরা খুব দ্রুত আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করছে। খুব শিগগিরই এ সমস্যা সমাধান করে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করা হবে।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ০৪, ২০২৩ 
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।