ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ব্যাংকের এমডি হওয়ায় শওকত আলী খানকে বসুন্ধরা ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ২০, ২০২৩
কৃষি ব্যাংকের এমডি হওয়ায় শওকত আলী খানকে বসুন্ধরা ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা

বিশিষ্ট ব্যাংকার মো. শওকত আলী খান সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

 

তার পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন বসুন্ধরা গ্রুপের মহাব্যবস্থাপক (ফিন্যান্স) ম. নুরুল আলম ও মো. বাকীউল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খান ইকবাল হোসেন।  

মো. শওকত আলী খান এর আগে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।

তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংক এ সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ২০, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।