ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁ থেকে ৪০০ মেট্রিক টন আম যাবে বিদেশে

তৌহিদ ইসলাম, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ২১, ২০২৩
নওগাঁ থেকে ৪০০ মেট্রিক টন আম যাবে বিদেশে

নওগাঁ: চলতি মৌসুমে নওগাঁয় উৎপাদিত আম রপ্তানি করা হবে বিদেশে। প্রতিবছরের ন্যায় এ বছরেও প্রায় ৪০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গেলো বছর জেলায় আমের চাষ হয়েছিল ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে। আর আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৪৯ হাজার মেট্রিক টন। এবছর জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবং এবছর ৩ লাখ ৭৮ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে করে গেল বছরের তুলনায় এবছর আমের চাষ বেড়েছে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে।

এবছর নওগাঁ থেকে সৌদি আরব, ইতালি, অস্ট্রেলিয়া, স্পেনসহ বেশ কয়েকটি দেশে আম রপ্তানি হবে। রপ্তানির মধ্যে নওগাঁয় উৎপাদিত বারী -৪ এবং আম্রপালি এবং ব্যানানা ম্যাংগো জাতের আম রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, আম উৎপাদনের ক্ষেত্রে কৃষি বিভাগ সর্বোপরি কৃষকের থেকে কাজ করেছেন। রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষি বিভাগ সরাসরি কৃষকদের পরামর্শ দিয়েছে মাঠ পর্যায়ে।

তিনি আরও বলেন, আমরা চাইলেই সব আম বিদেশে রপ্তানি করতে পারি না। বিদেশে রপ্তানির ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেন্টেইন করতে হয়। যেমন নিরাপদ উপায়ে আম উৎপাদন করতে হয়। যেখানে বিষমুক্ত এবং স্বাস্থ্যসম্মত আম উৎপাদনে প্রধান শর্ত। এজন্য কৃষি বিভাগ চাষিদের সব সময় পরামর্শ দিয়ে আসছে। পরামর্শের পাশাপাশি উত্তম পরিচর্যার মধ্য দিয়ে নিরাপদ আম উৎপাদনের কলা-কৌশলের ওপরে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এভাবে আমরা প্রায় শতাধিক কৃষককে এই নিরাপদ উপায়ে আম উৎপাদনের আওতায় আনতে পেরেছি।

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।