ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদ্মা সেতুতে রেকর্ড, ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি ৬০ লাখ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
পদ্মা সেতুতে রেকর্ড, ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি ৬০ লাখ  

ঢাকা: পদ্মা সেতুতে টোল আদায়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। সোমবার পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।

 

বুধবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে পার হয়েছে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এ থেকেই ওই পরিমাণ টোল আদায় করা হয়েছে।  

এর মধ্যে মাওয়া প্রান্তে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ১ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে বলে জানান তিনি।

এর আগে, সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছিল স্বপ্নের পদ্মা সেতু থেকে।

পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেতু দিয়ে ৫৭ লাখেরও বেশি যানবাহন পারাপার হয়েছে।  সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত সর্বমোট টোল আদায় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণ-পশ্চিম বঙ্গের ২১ জেলার মানুষের সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সড়ক পথে যুক্ত করেছে।

উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩ 
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।