ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের আগে বেড়েছে কলমানি লেনদেন

সিনিয়র করেসটন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
ঈদের আগে বেড়েছে কলমানি লেনদেন

ঢাকা: প্রতিবছর কোরবানির ঈদের আগে ব্যাংকগুলোতে নগদ লেনদেনের চাপ বাড়ে কয়েকগুণ। এবারও তার ব্যতিক্রম হয়নি।

গত কয়েকদিন থেকেই বাণিজ্যিক ব্যাংকের শাখা ও এটিএম বুথে নগদ টাকা তুলতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। গত দুইদিন এ ভিড় আরও বাড়তে দেখা যায়।

শেষ কর্মদিবস গত সোমবারও (২৬ জুন)  ছিল একই চিত্র।

সংকটের সময় এক ব্যাংক অন্য ব্যাংক থেকে, আবার ব্যাংক থেকে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো সাময়িক সময়ের জন্য টাকা ধার নেয়। সাধারণত এক দিনের জন্য এ ধার নেওয়া হয়। এ ধার দেওয়া নেওয়া কার্যক্রম সম্পন্ন হয় যে ব্যবস্থায় সম্পন্ন হয় তা আন্তঃব্যাংক কলমানি বাজার নামে পরিচিত।  

সংশ্লিস্টরা জানান, গত কয়েকবছর ধরেই কলমানি সুদের হার স্বাভাবিক রয়েছে। যদিও বেশ কয়েক বছর আগে একবার কোরবানির ঈদের আগে কলমানি রেট রেকর্ড ১৫০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গ্রাহকদের বাড়তি টাকার চাহিদা মেটাতে এবার ব্যাংকগুলো আন্তঃব্যাংক কলমানির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে রেপো ও তারল্য সহায়তা ব্যবস্থায়ও অর্থ ধার নিয়েছে। সংকটাপন্ন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় প্রতিদিনই অর্থ ধার নিয়েছে। এতে কলমানিতে চাপ কম পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সোমবার কলমানিতে লেনদেন হয়েছে ৫ হাজার ৯১৪ কোটি টাকা। আগের দিন রোববার (২৫ জুন) লেনদেন হয়েছিল রেকর্ড ৮ হাজার ৯৪৫ কোটি টাকা। তবে লেনদেন কমলেও শেষ কর্মদিবসে গড় সুদের হার কিছুটা বেড়েছে। আগের দিন গড়ে ৬ দশমিক শূন্য ৪ শতাংশে ব্যাংকগুলোর মধ্যে লেনদেন হলেও শেষদিনে তা বেড়ে ৬ দশমিক ১৭ শতাংশে উঠে।

তথ্য বলছে, শেষে কর্মদিবসে  ব্যাংকে নগদ লেনদেনের চাপ বাড়লেও আন্তঃব্যাংক কলমানিতে লেনদেন কমেছে। তবে কিছুটা বেড়েছে সুদের হার। গত কয়েকদিনের ধারাবাহিকতায় শেষ কার্যদিবসেও কলমানি গড় সুদের হার ৬ শতাংশের ঘরেই ছিল।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
জেডএ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।