ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় আসছেন জাপানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ঢাকায় আসছেন জাপানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী

ঢাকা: জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি আগামী ২৩ জুলাই ঢাকায় আসছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই তার এই সফর।

জাপানের মন্ত্রী ঢাকায় বাংলাদেশ-জাপান ট্রেড সামিটে অংশ নেবেন। তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

জাপানের বাণিজ্যমন্ত্রী আগামী ২৪ জুলাই উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে মেট্রো রেলে ভ্রমণ করবেন।

ঢাকা সফরকালে জাপানের মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রস্তাবিত ইপিএ সইয়ের বিষয়ে একটি যৌথ গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করবেন। নিশিমুরা ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (জেসিআইএডি) সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।  তিন দিনের সফর শেষে আগামী ২৫ জুলাই ঢাকা ছাড়বেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।