ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আলী আহমেদ এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৪, আগস্ট ১৩, ২০২৩
আলী আহমেদ এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত

ঢাকা: আলী আহমেদ এনআরবি ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচত হয়েছেন।  

সম্প্রতি অনুষ্ঠিত এনবিআর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

 

আহেমদ আলী একজন অনিবাসী বাংলাদেশি এবং যুক্তরাজ্য বসবাসরত একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা পাঠানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।  

বর্তমানে তিনি মিরভালে হোল্ডিংস লিমিটেড, বিজে ব্রাউন বিজনেস লিমিটেড, এএবি এস্টেট লিমিটেড ও এএবি এক্সপ্রেস ফুড ডিসট্রিবিউশন লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

তিনি দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সক্রিয়ভাবে জড়িত।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।