ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে সদস্য কারখানার মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজিএমইএ’র সদস্যদের উদ্দেশে চিঠিতে বলা হয়, আপনি হয়ত জানেন যে, বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণের হার সবচেয়ে বেশি থাকে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। গত এক দশকের মধ্যে এ বছরের জুলাই মাসে দেশে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে চলতি বছর ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন মানুষ। এ সময়ে মারা গেছেন ৮০০ জনের বেশি। স্বাভাবিকভাবেই ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মাঝে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। শরীরে কোনো লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে তা নিম্নে উল্লেখ করা হলো:
ডেঙ্গুর লক্ষণ:
ডেঙ্গু জ্বর হলো একটি মশাবাহিত ভাইরাস রোগ। বেশির ভাগ ক্ষেত্রে প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর বিশেষ কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায় না। শুধু অল্প কিছু ক্ষেত্রেই রোগের প্রভাব গভীর হয়। ডেঙ্গুর লক্ষণ হলো—
১. তীব্র জ্বর ((৪০°C / ১০৪°F), তীব্র মাথায় যন্ত্রণা, হাতে পায়ে ব্যাথা, গাঁটে ব্যাথা, চোখের পিছনেও ব্যাথা হতে পারে।
২. ঘনঘন বমি/ ক্ষিদে না পাওয়া, তীব্র পেটে ব্যথা।
৩. শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত ক্ষরণ, রক্তচাপ কমে যাওয়া, র্যাশ, চুলকানি হওয়া।
৪. খাবার স্যালাইন খেতে না পারা, তীব্র অবসাদ/ অস্থিরতা।
৫. শ্বাসকষ্ট হওয়া, প্রস্রাব কমে যাওয়া।
৬. গ্রন্থ ফুলে যাওয়া।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়:
১. বাড়ির চারপাশে ঝোঁপঝাড়ে পরিষ্কার পানি জমতে না দেওয়া।
২. অব্যবহৃত পানির পাত্র, গাছের টব, গাড়ির টায়ারের জমে থাকা পানি ফেলে দিন।
৩. দিনে/রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
৪. প্রয়োজনে মশা নিবারক কেমিক্যাল যেমন পারমেথিন ব্যবহার করুন, সম্ভব হলে জানালায় নেট লাগান।
৫. যথাসম্ভব লম্বা পোশাক পরিধান করুন।
৬. আক্রান্ত ব্যাক্তিকে সার্বক্ষণিক মশারির ভেতরে রাখুন।
৭. জ্বর হলে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করান এবং অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।
চিঠিতে আরও বলা হয়, তৈরি পোশাকশিল্পের লাখ লাখ শ্রমিক/কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই শ্রমিক/কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করা আমার/আপনার সকলের দায়িত্ব। কারণ এই শ্রমিক/কর্মচারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড এবং প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এমকে/এমজেএফ