ঢাকা: বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে চাকরিতে নিয়োগসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রোজগারের লোভনীয় অফার দেওয়া হচ্ছে। এ ধরনের প্রচারণা অবৈধ ও প্রতারণা।
রোববার (১৯ জানুয়ারি) এ সম্পর্কিত একটি সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ ইত্যাদি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।
অন্যত্র অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করা এক ধরনের প্রচারণা প্রতারণা। এমন বিজ্ঞাপনে জনগণ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারে।
অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি বা অনলাইনে কাজ করে আয়ের সুযোগ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সঠিক তথ্য পেতে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট দেখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
জেডএ/আরবি