ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সালথায় পেঁয়াজের হাটে অভিযান, ২ আড়তকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
সালথায় পেঁয়াজের হাটে অভিযান, ২ আড়তকে জরিমানা

ফরিদপুর: পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের সালথায় পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়ার পেঁয়াজের হাটে এ অভিযান চালানো হয়।

 অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ কেনাবেচা না করা, পাকা রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় দুইটি আড়তকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স খান ট্রেডার্সকে ২ হাজার টাকা ও মেসার্স মাহাবুব ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে জেলা ও উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।  

সহকারী পরিচালক মো. সোহেল শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক পর্যায়ে পেঁয়াজ বুধবার হাটে বেপারীরা ২ হাজার ৮০০ থেকে ২ হাজার ৯৫০ টাকা দরে কিনছেন। কেজি প্রতি দাম ছিল ৭০-৭৩.৭৫ টাকা।

তিনি বলেন, কৃষকরা সরকারি দামে পেঁয়াজ বিক্রি করছেন না। সরবরাহ খুব কম ছিল। তাইতো কৃষকদের সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।