ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

পঞ্চগড়: সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা রোববার (১২ নভেম্বর)। একই সঙ্গে আগামীকাল সোমবার (১৩ নভেম্বর) ছট পূজা উপলক্ষে টানা চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুইদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

তবে এ সময়ে ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

১২ নভেম্বর বন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

কুদরত-ই-খুদা মিলন বাংলানিউজকে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা রোববার। অপরদিকে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ছট পূজা। তাই উভয় দেশের ব্যবসায়ী শ্রমিক ও বন্দর সংশ্লিষ্টদের সম্মতিতে রোব ও সোমবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দুইদিন বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে আবারও কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে, বন্ধের এ সময়ে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকার কথা জানান ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।