ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৩৬৯ কোটি টাকা ব্যয়ে পাগলার পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
১৩৬৯ কোটি টাকা ব্যয়ে পাগলার পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন

ঢাকা: ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় পাগলা ক্যাচমেন্টের পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নে তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়ে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৬৯ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৬৭৮ টাকা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৪২তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।  

তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় পাগলা ক্যাচমেন্টের পশ্চিমভাগের অর্ধেক এলাকা পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের পূর্ত কাজ যৌথ উদ্যোগে জিপসাম, তিয়ানেন এবং হেফেই এর কাছ থেকে ৩৮৩ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৮৫২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় পাগলা ক্যাচমেন্টের পশ্চিমভাগের পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের পূর্ত কাজ যৌথ উদ্যোগে সিসিইসিসি, হোনেস ও এসএমইডিআই এর কাছ থেকে ৬২৩ কোটি ২০ লাখ ৯০ হাজার ৯৩২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় পাগলা ক্যাচমেন্টের পূর্বভাগের পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এর পূর্ত কাজ যৌথ উদ্যোগে এইচআইসিসি, টিসিইএল এর কাছ থেকে ৩৬২ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৮৯৪ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
জিসিজি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।