ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওপিসি ক্লিংকার ও লাইমস্টোন নিয়ে পায়রায় এলো মেঘনা হারমনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
ওপিসি ক্লিংকার ও লাইমস্টোন নিয়ে পায়রায় এলো মেঘনা হারমনি

পটুয়াখালী: এবার ৪৩ হাজার ৭০০ মেট্রিকটন ওপিসি ক্লিংকার ও ১০ হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে মেঘনা হারমনি নামে একটি মাদার ভেসেল।


বুধবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে এটি বন্দরের ইনার অ্যাংকোরেজে এসে পৌঁছায়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে লাইটারের মাধ্যমে চলছে পণ্য খালাস।

এর আগে গত ৯ ডিসেম্বর জাহাজটি ভিয়েতনামের নাগি সন বন্দর থেকে পায়রার উদ্দেশে ছেড়ে আসে।  

জাহাজটি পায়রা আউটারে থাকা অবস্থায় ১৬ হাজার মেট্রিকটন কার্গো খালাস করা হয়। বৃহস্পতিবার রাতে ৬০ হাজার ৫০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে বন্দরে প্রবেশ করবে মেঘনা গ্রুপের আরও একটি জাহাজ।


এছাড়া বন্দরে আসার জন্য এ গ্রুপের আরও পাঁচটি জাহাজের এলসি কার্যক্রম চলছে।  

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক বলেন, এ পর্যন্ত দেশি-বিদেশি ২৩০০ জাহাজের পণ্য খালাসের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ আয় করেছে ১১০০ কোটি টাকা।  

পণ্য খালাসের জন্য কিছু যন্ত্রপাতি খুব দ্রুত আসবে। তখন সরাসরি জাহাজ থেকে কন্টেইনার খালাস শুরু হবে বলেও জানান বন্দরের চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।