ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালির সিইও রাসেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালির সিইও রাসেল

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ জেল সুপার শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল একাধিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।