ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি বন্দর দিয়ে ৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
হিলি বন্দর দিয়ে ৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি

দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন ৪৯ জন আমদানিকারক। দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগোনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তবে এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রুত প্রক্রিয়া শেষ করে ভারত থেকে আলু আমদানি শুরু হবে।

আগামী ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি হতে পারে।  


বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।