ঢাকা: রাজধানীর বেইলি রোডে বৃহস্পতিবার রাতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশত মানুষ নিহত, বিপুল সংখ্যক আহত ও জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।
শুক্রবার (১ মার্চ) অগ্নিকাণ্ডের ঘটনায় দেওয়া এক বিবৃতিতে এই শোক জানিয়েছেন তিনি।
নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এই ব্যবসায়ী নেতা।
এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।
এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের ওই ভবনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে ভবনজুড়ে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এসআইএস