ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার (১২ মার্চ) থেকে সকাল সাড়ে ৯টায় শুরু হবে লেনদেন।
সোমবার (১১ মার্চ) বিএসইসির বিএসইসির সহকার পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার থেকে সকাল সাড়ে ৯টায় পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। যা বিরতিহীনভাবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। পোস্ট-ক্লোজিং সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত।
রমজান মাস শেষে লেনদেন আগের নিয়মে চলবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন>> সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এসএমএকে/এএটি