আবারও বাড়লো সুদ হার। এপ্রিল মাসে বাণিজ্যিক ঋণের সুদ হার হবে ১৩ দশমিক ৫৫ শতাংশ।
স্মার্ট সিস্টেমের আওতায় বাণিজ্যিক ঋণের সুদ হারের পাশাপাশি বাড়বে আর ভোক্তা ঋণের সুদ। এপ্রিল মাসে যা দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ (৩১ মার্চ) নির্দেশনা মোতাবেক প্রি-শিপমেন্ট, রপ্তানি, কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে স্মার্ট বিলের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক হারে মার্জিন যোগ করে সুদের হার নির্ধারিত হবে।
নতুন এ নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়।
এতদিন স্মার্টের সাঙ্গে বড় ঋণে ৩ দশমিক ৫০ শতাংশ, প্রি-শিপমেন্ট রপ্তানি ও কৃষি ও পল্লী ঋণের সঙ্গে ২ দশমিক ৫০ শতাংশ যোগ করে সুদ নির্ধারণ হতো। গত মার্চ মাসের ঋণে এক দফা দশমিক ২৫ শতাংশ কমানো হয়। মার্চে এই সুদের হার ছিল যথাক্রমে ১৩ দশমিক ১১ শতাংশ এবং ১৪ দশমিক ১১ শতাংশ।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা,এপ্রিল ১,২০২৪
জেডএ/এমএম