ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এপ্রিল সুদের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
এপ্রিল সুদের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ

আবারও বাড়লো সুদ হার। এপ্রিল মাসে বাণিজ্যিক ঋণের সুদ হার হবে ১৩ দশমিক ৫৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা মোতাবেক সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি (এসএমএমএআরটি) বা স্মার্ট সিস্টেমের সঙ্গে ৩ শতাংশ হারে সুদ যোগ করে এ সুদ হার নির্ধারণ করা হয়েছে।  

স্মার্ট সিস্টেমের আওতায় বাণিজ্যিক ঋণের সুদ হারের পাশাপাশি বাড়বে আর ভোক্তা ঋণের সুদ। এপ্রিল মাসে যা দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশে।  

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ (৩১ মার্চ) নির্দেশনা মোতাবেক প্রি-শিপমেন্ট, রপ্তানি, কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে স্মার্ট বিলের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক হারে মার্জিন যোগ করে সুদের হার নির্ধারিত হবে।

নতুন এ নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়।

এতদিন স্মার্টের সাঙ্গে বড় ঋণে ৩ দশমিক ৫০ শতাংশ,  প্রি-শিপমেন্ট রপ্তানি ও কৃষি ও পল্লী ঋণের  সঙ্গে ২ দশমিক ৫০ শতাংশ যোগ করে সুদ নির্ধারণ হতো। গত মার্চ মাসের ঋণে এক দফা দশমিক ২৫ শতাংশ কমানো হয়। মার্চে এই সুদের হার ছিল যথাক্রমে ১৩ দশমিক ১১ শতাংশ এবং ১৪ দশমিক ১১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা,এপ্রিল ১,২০২৪
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।