ঢাকা: আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর। আজ বুধবার (১০ এপ্রিল) ছিল শেষ রমজান।
মূলত চাঁদরাতে বেচাকেনা শেষে বিক্রেতারা পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি চলে যায়। এই কারণে ইফতারের পর থেকে অনেকটা কমিয়ে তরমুজ বিক্রি করছেন তারা।
ফার্মগেটে তরমুজ বিক্রেতা মো. খোকন বাংলানিউজকে বলেন, রাতে বাড়ি চলে যাবো। আর কয়েকটা তরমুজ আছে। সেগুলো কম দামে বিক্রি করে দিচ্ছি। তবে তারপরও যদি তরমুজ থেকে যায়, তাহলে এখানে পরিচিত মানুষ আছে তারা ঈদের পর বিক্রি করবেন।
একই কথা বলেন কারওয়ানবাজারের বিক্রেতা রনি। তিনি বলেন, সারাদিন বাজারে ভরপুর তরমুজ ছিল। এখন ১শ তরমুজও পাওয়া যাবে না। যে কয়টা আছে সেগুলো বিক্রি করে আমরাও চলে যাবো। সকালে আট কেজি ওজনের তরমুজ চারশ টাকায় বিক্রি করেছি। আর এখন পাঁচ কেজির ওজনের তরমুজ দুইশ টাকায় বিক্রি করছি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এসসি/এএটি