ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিজিএমইএ

ঢাকা: রানা প্লাজা ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রানা প্লাজা ধসের মর্মান্তিক দুর্ঘটনার ১১ বছর পূর্তি উপলক্ষে বুধবার (২৪ এপ্রিল)  বিজিএমইএ-এর পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, পরিচালক নুসরাত বারী আশা এবং পরিচালক মো. নুরুল ইসলাম ঢাকার জুরাইন কবরস্থানে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিজিএমইএ-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর বিজিএমইএ নেতৃবৃন্দ রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা।

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারের রানা প্লাজা ধসে এক ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটে। আটতলা বাণিজ্যিক ভবনে অবৈধভাবে স্থাপন করা হয়েছিল কারখানা, যা ধসে পড়ে নিহত হন এক হাজার ১৩৪ জন। আহত হন আরও দুই হাজারেরও বেশি পোশাকশ্রমিক। এ ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দুটি মামলা হয়। এর কোনোটিরই তেমন কোনো অগ্রগতি নেই। হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হলেও অন্য মামলায় রয়েছে স্থগিতাদেশ।

রানা প্লাজা ধসের ঘটনায় আহত শত শত শ্রমিক এখনো মানবেতর জীবনযাপন করছেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।