ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ২২, ২০২৪
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড়: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্ধের এ সময়ে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি জানান, বৌদ্ধ পূর্ণিমার উপলক্ষে বুধবার (২২ মে) সকাল থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারতের, নেপাল ও ভুটানের মধ্যে সব ধরনের আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে আমদানি-রপ্তানি পুনরায় চালু হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।