ঢাকা: বৃহস্পতিবার (৬ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এবারের বাজেটের আকার হচ্ছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা ৷
এ বাজেট উপস্থাপনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এটি আওয়ামী লীগের টানা চতুর্থবারের সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট। জাতীয় সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৩০ জুনের মধ্যে প্রস্তাবিত বাজেটটি সংসদে পাস হওয়ার কথা রয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসকে/আরবি