ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি বন্দরে পণ্যবাহী ৯৬ ট্রাক রেখে ভারতে ফিরে গেলেন চালকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
হিলি বন্দরে পণ্যবাহী ৯৬ ট্রাক রেখে ভারতে ফিরে গেলেন চালকরা

দিনাজপুর: চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হয়েছেন। ভেঙে দেওয়া হয়েছে জাতীয় সংসদ।

সাবেক সরকার প্রধানের দেশত্যাগের পর সংঘাত এড়াতে ভারতীয় ৯৬ জন ট্রাকচালক (খালাসি) পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে রেখে দেশে ফিরে গেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এর আগে সোমবার (৫ আগস্ট) বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়।  

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, রোববার বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও সোমবার কার্যক্রম বন্ধ রাখা হয়। মঙ্গলবার বিকেলে পুনরায় কার্যক্রম চালু হয়। রোববার ও মঙ্গলবার এই দুই দিনে ৯৬ জন ভারতীয় চালক বিভিন্ন পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দেশে চলমান পরিস্থিতি ও সংঘাতের কারণে তাদের পরিবার ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ থেকে তাদের (খালাসি) চালকদের ফেরত চায়। এর প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ট্রাকচালকদের ফেরত কার্যক্রম শুরু হয়।

বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, চলমান পরিস্থিতিতে বাংলাদেশে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকদের পরিবার অনেকটা উৎকণ্ঠায় ছিলেন। পরিবারের লোকদের আবেদনের প্রেক্ষিতে আমরা তাদের খালাসিদের ফেরত দিয়েছি। আশা করছি, আমদানি-রপ্তানিতে এর কোনো প্রভাব পড়বে না।

হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের ভারতীয় শ্রমিকদের কোনো সমস্যা হয়নি। এখানে ট্রাকের (খালাসিরা) চালকরা নিরাপদে ছিলেন। সোমবার বন্ধের পর মঙ্গলবার বিকেলে বন্দরের ভেতরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।