ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার

ঢাকা: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

শুক্রবার (০৯ আগস্ট) দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

এদিন সন্ধ্যায় গভর্নরের পরিবারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের পদত্যাগের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশে এমন ঘটনা এটিই প্রথম।

শেখ হাসিনার পদত্যাগ ও  দেশ ছেড়ে পালানোর পর উদ্ভূত পরিস্থিতিতে গভর্নর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই মধ্যে গত বুধবার (০৬ আগস্ট) একদল কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরো চার শীর্ষ কর্মকর্তাকে 'পদত্যাগের জন্য রাজি' করান।

সে সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংক খাতের অদূরদর্শী উদ্যোগ ও নীতির কারণে দেশের অর্থনীতি নাজুক অবস্থার মধ্যে পড়ে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ কষ্টে আছে। এখন শিক্ষার্থীদের সংস্কারের দাবির সঙ্গে তারা সহমত পোষণ করে তাদের পদত্যাগ ও বিচারের মুখোমুখি করার দাবি জানান। গভর্নর যাতে দেশ ছেড়ে না পালাতে পারে সে জন্য তারা সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
জেডএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।