ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর ও স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর ও স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব স্থগিত

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বিএফআইইউ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিএফআইইউ’র চিঠিতে হাবিবুর রহমান, তার স্ত্রী ওয়াজেদ শামসুন্নাহার ও তাদের পুত্র–কন্যা এবং তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় বিএফআইইউ এই নির্দেশ দেয়।

এ ছাড়া তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, প্রয়োজন হলে সময় আরও বৃদ্ধি করা হতে পারে।

হাবিবুর রহমান পুলিশের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্বে ছিলেন।

গত ৭ আগস্ট হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এরপর গত ১৩ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে অবসরে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।