ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাঁচা মরিচের দাম পাইকারিতে কমলেও খুচরায় কেজি ৫০০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
কাঁচা মরিচের দাম পাইকারিতে কমলেও খুচরায় কেজি ৫০০ টাকা

বরিশাল: পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করলেও খুচরা বাজারে নেই কোনো প্রভাব। খুচরা বাজারে দুদিন ধরে প্রকারভেদে কাঁচা মরিচ ৪৮০ থেকে ৫০০ টাকায় কেজিপ্রতি বিক্রি হচ্ছে।

যদিও পাইকারি বাজারে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।  

বরিশাল সিটি মার্কেটের পাইকারি বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, তিনদিন আগে ৪০০ টাকা পর্যন্ত কাঁচা মরিচের দর উঠেছিল তাদের বাজারে। তবে গতকাল থেকে তা আবার কমতে শুরু করে। যার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।  

যদিও এর প্রভাব খুচরা বাজারে পড়েছে কিনা সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।  

তবে নগরের বাংলাবাজার এলাকা থেকে মঙ্গলবার সকালে কাঁচা মরিচ কিনে ক্রেতা আছিয়া বলেন, নগরের আমতলার মোড়ে ভ্যানে কাঁচা মরিচের দাম জিজ্ঞাসা করেছি, তারা আড়াইশ গ্রাম ১২৫ টাকা অর্থাৎ কেজি ৫০০ টাকা দাম চেয়েছে। পরে বাংলা বাজার এসে ৪৮০ টাকা দরে আড়াইশ গ্রাম কাঁচা মরিচ ১২০ টাকা দিয়ে কিনেছি।

পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম কমলেও খুচরা বাজারে প্রভাব নেই কেন- এমন প্রশ্ন করা হলে চৌমাথা এলাকার ভ্রাম্যমাণ ব্যবসায়ী মনির বলেন, যাদের কাছে মঙ্গলবার সকালের মরিচ আছে তারা ৪০০ টাকা দরে বিক্রি করতে পারবে। তবে আগের মরিচ যাদের কাছে রয়েছে তারা বেশি দামেই বিক্রি করছেন। কারণ তাদের মরিচ কেনা পড়েছে বেশি দামে।  

যদিও ক্রেতারা বলছেন, এক বাজারে কেউ দুই দামে পণ্য বিক্রি করে না। তাই পুরাতন মরিচ শেষ না হওয়া পর্যন্ত খুচরা বাজারে মরিচের দাম কমবে না।

বরিশাল সিটি মার্কেটের পাইকারি ব্যবসায়ী সিরাজুল ইসলাম দুলাল জানান, সাম্প্রতিক উত্তরাঞ্চলে বন্যা ও দেশজুড়ে প্রবল বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে বাজারে চাহিদার থেকে সবজির আমদানি চলতি মাসজুড়েই কম রয়েছে। আর এ কারণে চলতি মাসেই কয়েক দফায় পাইকারি বাজারে সবজির দর বেড়েছে। যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।