ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক পরিচালকের ৩৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
সিটি ব্যাংক পরিচালকের ৩৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

ঢাকা: সিটি ব্যাংকের পরিচালক রুবেল আজিজ তার কাছে থাকা ব্যাংকটির ৩৪ লাখ শেয়ার বর্তমান বাজারদরে বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে একটি ডিসক্লোজারের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

ডিসক্লোজারের তথ্য অনুযায়ী, রুবেল আজিজের কাছে সিটি ব্যাংকের ৩.০৮ কোটির বেশি শেয়ার রয়েছে। এর মধ্যে ৩৪ লাখ শেয়ার তিনি আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

এ দিন সিটি ব্যাংকের শেয়ারের দাম ছিল ২২.৫০ টাকা।

২০২৪ সালের প্রথমার্ধে সিটি ব্যাংকের নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়ে ২৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বেসরকারি ব্যাংকটির মূল্যসংবেদনশীল তথ্য অনুযায়ী, জানুয়ারি-জুন সময়কালে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৮৫ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১.৭৬ টাকা।

ব্যাংকটি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

গত বছর সিটি ব্যাংকের নিট মুনাফা ছিল ৬৩৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।