ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনামসজিদে এলো ৬০ ট্রাক আলু-পেঁয়াজ, অপেক্ষায় তিনশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
সোনামসজিদে এলো ৬০ ট্রাক আলু-পেঁয়াজ, অপেক্ষায় তিনশতাধিক

চাঁপাইনবাবগঞ্জ: আলু ও পেঁয়াজ রপ্তানিতে ট্রাকের অনলাইন স্লট বুকিং একদিন বন্ধ রাখার পর আবার চালু করেছে ভারতের মেহেদিপুর স্থলবন্দর।  ফলে আলু ও পেঁয়াজ আমদানি আবার শুরু হয়েছে।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ট্রাকের অনলাইন স্লট বুকিং একদিন বন্ধ রেখেছিল ভারতের বন্দরটি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি শুরু হয়।  

দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র এক ঘণ্টায় ভারতীয় পেঁয়াজ বোঝাই ৫১টি ট্রাক এবং আলু বোঝাই নয়টি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে। এছাড়া তিন শতাধিক ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় মোহদীপুরে অপেক্ষা করছে।

৫১টি ট্রাকে প্রায় এক হাজার ২০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।