ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাইস ব্রান তেল রপ্তানি নিরুৎসাহিত করতে ২৫ শতাংশ শুল্ক আরোপ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রাইস ব্রান তেল রপ্তানি নিরুৎসাহিত করতে ২৫ শতাংশ শুল্ক আরোপ 

ঢাকা: রাইস ব্রান তেল রপ্তানি নিরুৎসাহিত করতে নিয়ন্ত্রণমূলক (রেগুলেটরি) ২৫ শুল্ক আরোপ করেছে সরকার।  

রোববার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

 

এতে বলা হয়, দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদার সিংহভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে। তবে দেশে ১ দশমিক ২ মেট্রিক টন থেকে ১ দশমিক ৫ লক্ষ মেট্রিক টন রাইস ব্রান তেল উৎপাদিত হলেও তার বড় অংশ প্রতিবেশী দেশে রপ্তানি হয়ে যায়। অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫ শতাংশ ৩০ শতাংশ মেটাতে সক্ষম।  

দেশে উৎপাদিত রাইস ব্রান তেল দেশের অভ্যন্তরে সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে মর্মে আশা করছে সরকার।

এ জন্য ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্রান তেল রপ্তানিতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।