ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হলেন মোস্তফা কামরুস সোবহান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হলেন মোস্তফা কামরুস সোবহান 

ঢাকা: রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ২১২তম সভায় মোস্তফা কামরুস সোবহানকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়েছে।
 
তিনি সদ্যপ্রয়াত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের স্থলাভিষিক্ত হলেন।

মোস্তফা কামরুস সোবহান একজন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, যিনি বিমা, শিক্ষা এবং বস্ত্র ও তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব দেখিয়েছেন। বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ২০২৩ সালে তিনি বাংলাদেশে উরুগুয়ের প্রথম সম্মানসূচক কনসাল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, যা বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  
নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে মোস্তফা কামরুস সোবহান পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মোস্তফা গোলাম কুদ্দুসের রেখে যাওয়া ঐতিহ্য সংরক্ষণ ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে আরও অগ্রসর ও উদ্ভাবনী প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার নেতৃত্বে বীমা খাতে নতুন দিগন্ত উন্মোচন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।