ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ সংগৃহীত ফাইল ছবি

দিনাজপুর: মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

 


শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বন্দরটি দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ পুনরায় সব কার্যক্রম আগের নিয়মে শুরু হবে।

বাংলা-হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনুর ইসলাম জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত শুক্রবার রাতে পালিত হয়েছে। শনিবার সরকারি ছুটি রয়েছে। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদেশের স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।  

এসব বিষয় নিশ্চিত করে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে প্রতিদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।