ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাসিবের সহায়ক কমিটির আহ্বায়ক হলেন মনিরুল হক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
নাসিবের সহায়ক কমিটির আহ্বায়ক হলেন মনিরুল হক মো. মনিরুল হক খান

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) সহায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ড ইনফিনিটি, রিচম্যান, লুবনানের পরিচালক মো. মনিরুল হক খান।

সোমবার (১০ মার্চ) নাসিবের মিডিয়া অ্যান্ড প্রটোকল অফিসার জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসকের বর্ধিত মেয়াদ গত ১১ ফেব্রুয়ারি উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ার পর এখনো কোনো প্রশাসক নিয়োগ করা হয়নি। ফলে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

এমন পরিস্থিতিতে নাসিবের প্রশাসনিক কার্যক্রম এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নাসিবের সহায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
গত বছরের ২০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নাসিবের প্রশাসক সুব্রত কুমার দে বাণিজ্য সংগঠন আইন, ১৮-এর উপধারা (২)(ক) প্রদত্ত ক্ষমতাবলে মো. মনিরুল হক খানকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি সহায়ক কমিটি গঠন করেন। নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা কার্যনির্বাহী কমিটি না হওয়া পর্যন্ত নাসিবের সার্বিক কার্যক্রম উক্ত সহায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

কমিটির অন্যান্য সদস্য হলেন ময়মনসিংহের মোহনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. আব্দুল হামিদ, রাজশাহী সিল্ক গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স সাত্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী হাজী আব্দুস সাত্তার, জামালপুরের এম কে এন্টারপ্রাইজের প্রপাইটর মো. খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।