ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদ্মার ২৮ কেজির কাতল ৭০ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
পদ্মার ২৮ কেজির কাতল ৭০ হাজারে বিক্রি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পরা ২৮ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৬টার দিকে দৌলতদিয়া সাত নম্বর ফেরি ঘাটের অদূরে জেলে আনিসের জালে কাতল মাছটি ধরা পরে।

সকাল ৭টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে আনু খাঁর মাছ আড়তে মাছটি নিয়ে এলে প্রকাশ্য নিলামে প্রতি কেজি ২ হাজার ৪শ টাকা দরে মোট ৬৭ হাজার ২শ টাকায় কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান সেখ।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান সেখ বলেন, ঢাকার গুলশানে একজন ক্রেতার কাছে ২৮ কেজি ওজনের পদ্মা নদীর কাতল মাছটি প্রতি কেজি দুই হাজার ৫শ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় এখন জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এগুলো বিক্রি করে তারা বেশ লাভবান হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।