ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ২৩১ টন আলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ২৩১ টন আলু

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কয়েক পর্যায়ের পর আবারও নতুন করে নেপালে গেল ২৩১ মেট্রিক টন আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত কয়েক পর্যায়ে বাংলাদেশ থেকে দুই হাজার ৭৯ মেট্রিক টন আলু রপ্তানি করা হলো নেপালে।

 

মঙ্গলবার (২৫ মার্চ) ১১টি ট্রাকে করে এ আলু রপ্তানি করা হয়।

রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

তিনি জানান, থিংকস টু সাপ্লাই, আমিন ট্রের্ডাস, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামের চারটি রপ্তানিকার প্রতিষ্ঠান পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে।  আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্থলবন্দর বাংলাবান্ধাটি। মঙ্গলবার রপ্তানি করা আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত দুই হাজার ৭৯ টন আলু নেপালে রপ্তানি হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।