ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আড়াই মাস পর ভুটান থেকে পাথর আসছে বাংলাবান্ধায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
আড়াই মাস পর ভুটান থেকে পাথর আসছে বাংলাবান্ধায়

পঞ্চগড়: টানা আড়াই মাস বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবার শুরু হয়েছে ভুটান থেকে পাথর আমদানি।  

পরীক্ষামূলক এ আমদানির প্রথম দিন বৃহস্পতিবার (২৭ মার্চ) ভুটান থেকে চারটি পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

এতে করে খানিকটা স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে।

বন্দর সূত্রে জানা গেছে, স্লট বুকিং নিয়ে ভারত ও ভুটানের মধ্যে চলা জটিলতায় ভুটান থেকে বাংলাদেশে বোল্ডার পাথর আমদানি বন্ধ হয়ে যায়। এর মধ্যে গেল বছর (২০২৪) নানা সমস্যায় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দুই মাস ভারত থেকে পাথর আমদানি বন্ধ ছিল। এদিকে জানুয়ারিতে ভারত থেকে পাথর আমদানি শুরু হলেও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে ট্রাক মালিক ও শ্রমিকরা ভুটানের পাথর বোঝাই ট্রাকগুলোকে স্লট বুকিংয়ের (সুবিধা অ্যাপস বা অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) আওতায় আনার দাবিতে আন্দোলন করলে ভুটান পাথর রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে স্থবিরতা নেমে আসে পুরো বন্দর এলাকা জুড়ে।  

আড়াই মাস পর ভুটান ভারতের সুবিধা অ্যাপসের আওতায় এসে ভুটান থেকে চারটি পাথর বোঝাই গাড়ি বাংলাদেশে পাঠিয়েছে। তবে গাড়িগুলো টন হিসেবে না ট্রাক হিসেবে ফি দিয়ে এসেছে, তা জানা যায়নি।

বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে পাথর আসা শুরু হয়েছে। প্রথমদিনে ভুটানের পাথর বোঝাই চারটি ট্রাক বাংলাদেশে এসেছে। কোনো সমস্যা না হলে আশা করি ঈদের বন্ধের পর থেকে যথারীতি প্রতিদিন ভুটান থেকে পাথর আমদানি হবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।