পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে নতুন করে আরও ৩১৫ মেট্রিক টন এস্টারিক্স আলু রপ্তানি হয়েছে। এ নিয়ে বন্দরটি দিয়ে কয়েক দফায় মোট ৩ হাজার ১৫০ মেট্রিক টন আলু নেপালে গেল।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস অ্যাগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বাংলানিউজকে বলেন, রপ্তানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। এর আগে গত রোব ও সোমবার (৬, ৭ এপ্রিল) ২৫০ মেট্রিক টন করে মোট ৫০০ মেট্রিক টন আলু নেপালে যায়।
চলতি বছরের জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট ৩ হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এসআরএস