ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড অনুমোদন করেছে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড অনুমোদন করেছে বিএসইসি

ঢাকা: লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড নামের একটি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড এবং খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যাগ্রিমেন্ট অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিএসইসির ৯৫০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজকের সভায় লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড নামের একটি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড এবং খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যাগ্রিমেন্ট অনুমোদন দেওয়া হয়েছে। এ ট্রাস্ট ডিডটি ‘রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮ এর অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে আলোচ্য মিউচ্যুয়াল ফান্ডের নিবন্ধন সনদ প্রদান করা হবে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি।  

এদিকে, শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা এবং বর্তমানে সিসিএ-তে কোনো ঘাটতি না থাকলেও আগে ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

অন্যদিকে সভায় কাট্টালি টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষ কমপক্ষে ২৫.৪ কোটি টাকার আইপিও তহবিল তছরুপের বিষয়টি দুদকে পাঠানো সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধু তাই নয় কাট্টালি টেক্সটাইলকে এক মাসের মধ্যে লিস্টিং ফি ঢাকা স্টক এক্সচেঞ্জকে পরিশোধের নির্দেশ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ফি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) দুই লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।