ঢাকা: যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষিতে বাংলাদেশের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সরকারের করণীয় নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে উচ্চ পর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
বাণিজ্য উপদেষ্টা বলেন, এই প্রতিনিধিদলে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। তারা যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের (USTR) সঙ্গে আলোচনা করবেন। এই আলোচনার মাধ্যমে কিছু নির্দিষ্ট ট্যারিফ ও নন-ট্যারিফ বিষয় চিহ্নিত করে সেগুলোর ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা জানি এই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে আমাদের করণীয় কী, তা নিয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত সচেতন। যুক্তরাষ্ট্র আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য, তাদের শুল্ক নীতির কারণে আমাদের বাণিজ্য প্রভাবিত হলে সেটা নিয়ে চিন্তা করতেই হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা ডব্লিউটিও-এর (WTO) ফ্রেমওয়ার্ক অনুসরণ করে সারা দুনিয়ার সঙ্গে বাণিজ্য করি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বছরে ২.২ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। আমাদের এমন কিছু পণ্য আছে যেগুলো দুই দেশকেই সুবিধা দেয়। এই পণ্যের ওপর শুল্ক সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব।
তিনি জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে পরবর্তীতে আমি নিজেই যুক্তরাষ্ট্রে যাবো এবং সেখানকার মন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট প্রস্তাব উপস্থাপন করবো।
তিনি আরও যোগ করেন, আমরা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পরিশোধ করে ব্যবসা করি। আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্র এক বিলিয়ন ডলার শুল্ক আদায় করে। আমরা তাদের কাছ থেকে শূন্য শুল্কের পণ্য আমদানি করে সেটা পুনরায় রপ্তানি করি। সেজন্য আমাদের প্রতিবন্ধধকতা খুঁজে বের করার চেষ্টা করছি। কারণ আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতার বাইরে যেতে পারবো না। আবার সামগ্রিক অর্থনীতির সমস্যা তৈরি হয়েছিল ফ্যাসিস্ট শাসনামলে ভুল অর্থনীতির নীতি কারণে। আমরা অবশ্যই সে ধরনের নীতিতে যাব না।
অর্থনীতির সক্ষমতা এবং বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী এই সমস্যার সমাধান করা হবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
জিসিজি/এসআইএস