ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আলুর দাম আরও কমল, বেড়েছে পেঁয়াজের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
আলুর দাম আরও কমল, বেড়েছে পেঁয়াজের

ঢাকা: সপ্তাহের ব্যবধানে বাজারে আলুর দাম আরও কমেছে। গত সপ্তাহে প্রতিকেজি আলু যে দরে বিক্রি হচ্ছিল, তা থেকে পাঁচ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়।

 

তবে অস্থিরতা দেখা যাচ্ছে পেঁয়াজের বাজারে। গত সপ্তাহের তুলনায় এ পণ্যের দাম কেজিতে ২৫ টাকা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা এই প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজার ঘুরে দেখা গেছে, দেশী পেঁয়াজের কেজি ৭০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশী পেঁয়াজ ৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।

সরবরাহ কমে যাওয়ায় এবং পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন শেওড়াপাড়া বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা আব্দুল খালেক।

তিনি বাংলানিউজকে বলেন, গত শনিবার থেকে প্রতিদিনই পেঁয়াজের বস্তায় ৫০ থেকে ১০০ টাকা করে বাড়ছে। ৪০ থেকে ৪৫ টাকার পেঁয়াজ আজ ৭০ টাকায় বিক্রি করছি। দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।  

আব্দুল খালেক বলেন, আলুর কেজি ৫ টাকা কমিয়ে ২০ টাকা দরে বিক্রি করছি। গত সপ্তাহে এটা ২৫ টাকা দরে বিক্রি করেছি।
 
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসএমএকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।