ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ডলার প্রতীকী ছবি

ঢাকা: চলতি এপ্রিল মাসের ১৯ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ১৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)।

অর্থাৎ এপ্রিলের প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৯ কোটি চার লাখ ৫৮ হাজার ৯৪৭ ডলার করে।

রোববার (২০ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ২৬ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার।  
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
জেডএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।