ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিআর বিলুপ্তির আদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, মে ২১, ২০২৫
এনবিআর বিলুপ্তির আদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মসূচি এনবিআর প্রাঙ্গণে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন সংস্থার কর্মকর্তারা।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর শের-ই বাংলানগরে এনবিআর প্রাঙ্গণে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ কর্মসূচি ঘোষণা করে।

তাদের ঘোষিত পাঁচ দিনের কর্মসূচি হলো—আজ বুধবার (২১ মে) দুপুর থেকে এনবিআরের চেয়ারম্যানকে সর্বাত্মক অসহযোগ; বৃহস্পতিবার (২২ মে) দুপুরে প্রধান উপদেষ্টাকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান; বৃহস্পতিবার (২২ মে) এনবিআর, ঢাকা অফিস ও ঢাকার বাইরে স্ব স্ব অফিসে অস্থান কর্মসূচি  পালন। তবে কাস্টম ও আন্তর্জাতিক যাত্রী সেবা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে; ২৪ ও ২৫ মে কাস্টম হাউজ ও এলসি স্টেশন ব্যতীত ট্যাক্স, কাস্টম ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি পালন, সেদিন দুইদিন কাস্টম হাউজ এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন হবে। তবে কাস্টম হাউজ ও আন্তর্জাতিক যাত্রী সেবা এ কর্মসূচির আওতামুক্ত  থাকবে এবং ২৬ মে আন্তর্জাতিক যাত্রীসবা ছাড়া ট্যাক্স, কাস্টম ও ভ্যাট বিভাগে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন হবে।

এনবিআর কর্মকর্তাদের দাবিগুলো হলো—এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে ১২ মে জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল; জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, উপ-কমিশনার শাহাদাত জামিল শাওন ও উপ-কর কমিশনার মোহাম্মদ মোস্তফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজস্ব বোর্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন।

এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।