ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৯ প্রতিষ্ঠানে দেওয়া অনুদানে মিলবে আয়কর রেয়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, মে ২৮, ২০২৫
৯ প্রতিষ্ঠানে দেওয়া অনুদানে মিলবে আয়কর রেয়াত

জনকল্যাণমূলক নয়টি প্রতিষ্ঠানের অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার দেওয়া দান বা অনুমোদনকে করদাতার অনুকুলে আয়কর থেকে রেয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ এই নয় প্রতিষ্ঠানে যে দান বা অনুদান দেওয়া হবে তার ওপর অনুদানদাতাকে কর দিতে হবে না।

মঙ্গলবার (২৭ মে) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দেওয়া অনুদান আয়কর রেয়াত দিয়ে গেজেট জারি করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, “জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নম্বর আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩ এর অনুচ্ছেদ ২ এর দফা (১৩) এর বিধানের আওতায় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে। ”

জনকল্যাণমূলক উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার দেওয়া দান ও অনুদানকে ওই করদাতার অনুকূলে আইনের অধীনে দেওয়া আয়কর থেকে রেয়াত সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।

এ নয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।

জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।