ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শিশুরা পুষ্টিহীনতায় আছে, সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, সেপ্টেম্বর ৩০, ২০২৫
শিশুরা পুষ্টিহীনতায় আছে, সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের শিশুরা পুষ্টিহীনতার মধ্যে আছে। বিশেষ করে আমাদের মায়েদের মধ্যেও পুষ্টিহীনতার প্রবণতা বেশি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিবিএস একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবার পুষ্টিহীনতায় বা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা একথা বলেন।

তিনি বলেন, এটার জন্য আমরা চেষ্টা করছি যথাসম্ভব। বোধ হয় কাল-পরশু থেকে জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে, তাদের জন্য আমরা ২০ কেজি চাল করে দিচ্ছি। আমরা চেষ্টা করছি।

অর্থ উপদেষ্টা বলেন, আমাদের খাদ্য যেটা হয়, সেটা সুষম না। চালের ওপর বেশি ডিপেন্ড করি। কিন্তু অন্যরা যেগুলো খায়, সেগুলো এক্সেস। এগুলোর ক্রয় ক্ষমতা একটু কম। এই জন্য আমাদের খাদ্যের ঘাটতি, কিছু আমিষ দরকার। আমিষ বলতে আমরা মনে করি ডিমটা সব থেকে বেশি দরকার। সেটাও কিন্তু অনেকে ক্রয় করতে পারবেন।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।