ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের মজুরি নূন্যতম ৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নূন্যতম মজুরি ঘোষণা সামনে (২৮ জুলাই) রেখে মঙ্গলবার ‘গার্মেন্টস শিল্পে শ্রম অসন্তোষ নিরসনে বাঁচার মতো নূন্যতম মজুরি নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
জাতীয় প্রেস কাবে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এ আলোচনা সভা আয়োজন করে।
আলোচনায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান বলেন, ‘জাতিসংঘের দারিদ্র নিরূপন সজ্ঞা অনুযায়ী দেশের অধিকাংশ গার্মেন্টস শ্রমিক হতদরিদ্র। অনেকেরই দৈনিক বেতন ১ ডলারের নিচে। তাই অনতিবিলম্বে শ্রমিকদের নূন্যতম মজুরি ৫ হাজার টাকা নির্ধারণ করা উচিত। ’
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক জাহানারা বেগম বলেন, ‘সরকার সবসময় মালিকপক্ষের স্বার্থ রক্ষা করেন। আর মালিকরা বেকারত্ব পুঁজি করে ৩০ লাখ গার্মেন্টস শ্রমিককে শোষণ করে আসছেন। ’
সুস্থ ধারার ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘পাশাপাশি আধুনিক শ্রমনীতি থাকলে শ্রম অষন্তোষ অনেক কমে আসবে। ’
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ইসরাফিল আলম বলেন, ‘বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা থাকলেও বাংলাদেশ সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের মজুরি বাড়াতে একমত হয়েছেন। এজন্য মজুুরি বোর্ড কাজ করে যাচ্ছে। বিভিন্ন মহল থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে কমিটি শীঘ্রই সরকারের কাছে সুপারিশ করবে। এ মাসের শেষ দিকেই নূন্যতম মজুরি নির্ধারণ করা সম্ভব হবে। ’
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ১ হাজার ৬শ’ ৬২ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০