দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সপোর্ট কানেকটিভিটি স্থাপন ও বাণিজ্য বাধা দূরীকরণসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দু’দিনব্যাপী বাংলাদেশ-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আজ বিকেলে ঢাকায় শুরু হতে যাচ্ছে।
বৈঠকে ১৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেন এবং ৬ সদস্যের নেপাল প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন নেপালের বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের সচিব পুরুষোত্তম ওঝা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ট্যারিফ প্রেফারেন্স, শুল্কমুক্ত বাজার সুবিধা, ট্রেড কার্গো বিটুইন বাংলাদেশ এন্ড নেপাল, রেলওয়ে যোগাযোগ, ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস, পচনশীল পণ্য পরিবহণে বিমান কার্গো সার্ভিস, কাকরভিটা-পানিট্যাংকি-ফুলবাড়ী-বাংলাবান্ধা করিডোর অপারেশন, হার্মোনাইজেশন অফ এসপিএস এন্ড টিবিটি মিজারস, নেপালীদের জন্য বাংলাদেশে এরাইভাল ভিসা ইস্যু ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০