সিলেট: সিলেটে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা বুধবার শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান।
সিলেটের শাহী ঈদগা এলাকায় এ মেলায় দেশের বিভিন্ন কোম্পানিসহ ভারত পাকিস্তান, নেপাল, চীন, থাইল্যান্ড, মালোয়েশিয়ার স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান বলেন, ‘প্রতি বছর রমজান মাস এলে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে বেশি মুনাফা নেওয়ার চেষ্ঠা করে। এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য সরকার সতর্ক। এর মধ্যেও বাজার কেউ অস্থিতিশীল করতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ’
সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীরর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট এ. কে আজাদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বাংলাদেশ সময়: ১৬৩০, জুলাই ১৪, ২০১০