ঢাকা: খাতভিত্তিক পিই রেশিও নির্ধারণসহ কয়েকটি গুজবের কারণে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
চলতি সপ্তাহের রোববার থেকে মার্জিন লোন রেশিও ১:১ কার্যকর করার পরের দুই দিন আবারো শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী হয়ে পড়েছিলো। দুই দিন ধরেই বাজারে গুজব ছিলো, এসইসি শিগগিরই খাতভিত্তিক পিই রেশিও চালু করতে যাচ্ছে, সেই সঙ্গে পিই রেশিও ৪০ থেকে আরো কমিয়ে আনা হচ্ছে। এছাড়াও বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে নেটিং বন্ধ করার সিদ্ধান্ত আসছে এমন গুজবও ছিলো বেশ চালু। এসব গুজবের কারণেই বুধবার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
যদিও এসব গুজবের কোনোটারই সত্যতা পাওয়া যায়নি।
এ ব্যাপারে এসইসির মুখপাত্র ফরহাদ আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘এসইসি নিটিং বন্ধ কিংবা খাতভিক্তিক পিই রেশিও নির্ধারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে বাজারে গুজব ছড়িয়ে পড়লে আমাদের কিছুই করার নেই। ’
বুধবার ডিএসইতে ২৪৫ টি কোম্পানির ৫ কোটি ৯৩ ল ৩১ হাজার ৫১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৯ টির, কমেছে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টি কোম্পানির শেয়ারের। এদিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৫৯৩ কোটি ৪২ ল ৯ হাজার টাকা। এটি আগের দিনের চেয়ে ২০ কোটি ৮৭ লাখ টাকা কম।
সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭৬.১৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৪.৮৯ পয়েন্টে দাঁড়ায়। অন্যদিকে ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৯.৬৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৩৮.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
বুধবার সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কো¤পানি হলো- তিতাস গ্যাস, এবি ব্যাংক লিঃ, ব্র্যাক ব্যাংক লিঃ, বেক্সিমকো লিঃ, লঙ্কাবাংলা ফিন্যান্স, পূবালী ব্যাংক লিঃ, বিএসআরএম স্টিল, ন্যাশনাল ব্যাংক লিঃ,আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ ও ওয়ান ব্যাংক।
এছাড়া দর বাড়া প্রধান ১০টি কো¤পানি- জেমিনি সি ফুড, স্কয়ার টেক্সটাইলস, উত্তরা ব্যাংক, ৪র্থ আইসিবি, বিডি কম, ৮ম আইসিবি, ফাইন ফুডস্, হাক্কানী পাল্প, ম্যারিকো লিঃ ও ইনফরমেশর সিস্টেম নেটওয়াক লিঃ।
দাম কমা শীর্ষ প্রধান ১০ কো¤পানি হলো-ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, সমতা লেদার, মেঘনা পেট্রোলিয়াম, কোহিনুর কেমিক্যালস্, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মাইডাস ফিন্যান্স, শ্যামপুর সুগার, আনোয়ার গ্যালভানাইজিং ও মার্কেন্টাইল ইন্সুরেন্স।
বাংলাদেশ স্থানীয় সময়ঃ ১৮৩৩ ঘন্টা ১৪ জুলাই ২০১০